Al Makka Shoping Center, 5th Floor, Fatickchhari, Ctg.

পরিচিতি

ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব ফটিকছড়ি উপজেলায় কিছু তরুণ স্বেচ্ছাসেবকের সৎ ইচ্ছার প্রয়াসে ২০১৬ইং সালের শুরুর দিকে ফটিকছড়ি ব্লাড ব্যাংক নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে এই সংগঠন “ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব” নামকরণের মাধ্যমে আরো বৃহৎ পরিসরে তাদের কার্যক্রম শুরু করে যার নেতৃত্ব দিচ্ছে একদল স্বেচ্ছাসেবক এবং যাদের অনুপ্রেরণায় আছে অসংখ্য রক্তদাতা এবং শুভাকাঙ্ক্ষী।

কেন রক্ত দান করবেন

রক্তদানের যোগ্যতা

রক্তদানের সুবিধা

রক্তদান সম্পর্কিত কিছু প্রশ্ন

১. রক্তদান করতে কত সময় লাগে?

সাধারণত রক্তদান প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১০-১৫ মিনিট সময় লাগে। তবে রেজিস্ট্রেশন ও প্রাথমিক শারীরিক পরীক্ষাসহ পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় ১ ঘণ্টা সময় লাগতে পারে।

২. রক্তদানের পর কোনো সমস্যা হয় কি?

রক্তদান একটি নিরাপদ প্রক্রিয়া। রক্তদানের পর সামান্য দুর্বল লাগতে পারে, তবে পর্যাপ্ত পানি পান করলে ও কিছুক্ষণ বিশ্রাম নিলে এটি দ্রুতই ঠিক হয়ে যায়।

৩. কতদিন পর পর রক্তদান করা যায়?

সাধারণত রক্তদান প্রক্রিয়াটি সম্পন্ন হতে ১০-১৫ মিনিট সময় লাগে। তবে রেজিস্ট্রেশন ও প্রাথমিক শারীরিক পরীক্ষাসহ পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় ১ ঘণ্টা সময় লাগতে পারে।

৪. রক্তদানের জন্য সর্বনিম্ন বয়স কত?রক্তদানের পর কোনো সমস্যা হয় কি?

রক্তদানের জন্য আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ওজন নুন্যতম ৫০ কেজি বা তার বেশি হতে হবে

সদস্য
0
কার্যকরী সদস্য
0
কো-এডমিন
0
এডমিন
0

গ্যালারী

Share via
Copy link