আমাদের সম্পর্কে

এগিয়ে চলি তারুণ্যে উদ্যমে, মানবতা আর ভালবাসার বন্ধনে…

ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব ফটিকছড়ি উপজেলায় কিছু তরুণ স্বেচ্ছাসেবকের সৎ ইচ্ছার প্রয়াসে ২০১৬ইং সালের শুরুর দিকে ফটিকছড়ি ব্লাড ব্যাংক নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে এই সংগঠন “ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব” নামকরণের মাধ্যমে আরো বৃহৎ পরিসরে তাদের কার্যক্রম শুরু করে যার নেতৃত্ব দিচ্ছে একদল স্বেচ্ছাসেবক এবং যাদের অনুপ্রেরণায় আছে অসংখ্য রক্তদাতা এবং শুভাকাঙ্ক্ষী।

এই সংগঠনের মূল লক্ষ্য ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামসহ সারা বাংলাদেশে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পাশপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা। সে লক্ষ্য বাস্তবায়নে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব ফটিকছড়ির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, ফটিকছড়ি উপজেলার সবগুলো ইউনিয়ন ও পৌরসভায় ইতোমধ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ও থ্যালেসেমিয়া সচেতনতা ক্যাম্পেইন সম্পন্ন করেছে। পাশাপাশি দেশের প্রাকৃতিক দূযোর্গে থেকেছে রাষ্ট্রের পাশে। তাছাড়া মাতৃকালীন সমস্যাবলীর সচেতনতা, মহামারী থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ, মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্পেইন, টিউবওয়েল স্থাপন, দুস্থ পরিবারের বিয়ে, অসুস্থ রোগীর চিকিৎসা খরচ বহন এবং সকল ধরনের মানবিক কার‌্যাবলীতে সাহায্য ও এগিয়ে এসে ফটিকছড়ি উপজেলা এবং বৃহত্তর চট্টগ্রামের একটি অনুকরণীয় সংগঠনে রূপ নিয়েছে।

২০২০ সাল হতে শুরু হওয়া মহামারী কোভিড-১৯ এ ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা রেখেছেন অনন্য অবদান। করোনাকালীন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য ও সুরক্ষা-সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এবং ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে প্রত্যক্ষভাবে করোনায় আক্রান্ত রোগীদের সেবা করেছিল। তাছাড়াও ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের অন্যান্য সকল ধরনের কাজে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা ছিল অগ্রগামী।

তাছাড়া ভবিষ্যতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত কার্যক্রম, বয়স্ক এবং কর্মজীবি নৈশ বিদ্যালয় স্থাপন, উপবৃত্তি প্রদান, উপজেলার প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং সচেতনতা কার্যক্রম এবং রক্তদাতা নিশ্চিতসহ মানবিক অন্যান্য কার্যক্রম। বৃহৎ চট্টগ্রাম এবং অন্যান্য জেলা সমূহে মানবিক কার্যক্রমে ফটিকছড়ি ব্লাড ডোনার্স ক্লাব সর্বাত্মক সহযোগিতা এবং সামাজিক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও করতে দৃঢ়পরিকল্পবদ্ধ।

এডমিন প্যানেল
  • Save

ইমরান ইমু

এডমিন

  • Save

আলতাফ মাহমুদ জাহেদ

এডমিন

  • Save

আবদুল্লাহ আইমন চৌধুরী

এডমিন

  • Save

ঈসা রিফাত

এডমিন

  • Save

রোকন উদ্দীন রাশেদ

এডমিন

  • Save

তাজ উদ্দীন

এডমিন

  • Save

আবু কাউসার নাইম

এডমিন

  • Save

আব্বাস উদ্দীন

এডমিন

  • Save

ফারুক চৌধুরী ফয়সাল

এডমিন

স্বেচ্ছায় রক্তদিন জীবন বাঁচান